ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গুচ্ছের ‘গ’ ইউনিটে প্রথম কুমিল্লার ঈশিকা

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০১, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:০৮, ২৩ আগস্ট ২০২২

ইশিকা জান্নাত

ইশিকা জান্নাত

Ekushey Television Ltd.

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সর্বশেষ ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটে প্রথম হয়েছেন কুমিল্লার ঈশিকা জান্নাত। ভিক্টোরিয়া কলেজের এই শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছেন ৮৭.৭৫ মার্ক পেয়ে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) ঢুকে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেন ৪২ হাজার ১৮০ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৯ হাজার ৭৩ জন। 

এই ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৫৯ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ ২৩ হাজার ২২৮ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৪০ দশমিক ৫৪ শতাংশ, অর্থাৎ ১৫ হাজার ৮৩৯ জন। ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়।

এর আগে, গত ২০ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, এরই মাধ্যমে চলতি শিক্ষা বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি