ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়। 

পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইট- https://collegeadmission.eis.du.ac.bd এ লগইন করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.২২ শতাংশ।
তিনি বলেন, পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে মেধাস্কোর নির্ধারিত হয়েছে।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হয়। এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে রূপান্তর করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরের ওপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হয়েছে। 

গত ১৯ আগস্ট (শুক্রবার) বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিল। যার মধ্যে বাংলায় ছিল ২৫ নম্বর; ইংরেজিতে- ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে ছিল ৫০ নম্বর।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেওয়া তথ্য মতে, এবার সাত কলেজের কলা ও সমাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছিলো ৩৮ হাজার ৬২৭টি।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি