ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জবি শিক্ষার্থী আকবর হত্যা মামলার সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার

জবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ৯ সেপ্টেম্বর ২০২২

এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকবর হোসাইন খান রাব্বি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করতে পারেনি পিআইবি। সুষ্ঠু তদন্তের দাবি জানায় তার পরিবার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আকবর হত্যাকাণ্ড এর দ্রুত-সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তার পরিবার ও সহপাঠীরা।

সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী মোসাঃ লাবনী খানম আঁখি বলেন, আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে পারে নি প্রশাসন।

এ সময় তিনি আরও বলেন, ঘটনাস্থলে অবস্থানরত প্রতক্ষ্যদর্শীরা যখন আকবরকে অজ্ঞান ও আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিল। ৫ দিন আইসিইউতে ভর্তি থাকার পর ১ সেপ্টেম্বর সকালে সে মারা যায়।

দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআই কে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই চট্টগ্রামও এখনো কোন অগ্রগতি করতে পারছে না বলে জানান তিনি।

মানববন্ধনে অংশ নিয়ে আকবরের সহপাঠীরা বলেন, মৃত আকবরের সাথে খুব অন্যায় হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আকবরের হত্যার রহস্য সম্পর্কে আমরা ধোয়াশায় রয়েছি। পিবিআই এর হাতে তদন্তভার যাবার পরে আমরা আশা করেছিলাম দ্রুত এ হত্যা রহস্য উদ্ঘাটন হবে। কিন্তু চট্টগ্রাম পিবিআইও কোন সদুত্তর এখনো আমাদের না দিতে পারায় আমরা আশাহত।

এ হত্যান্ডের তদন্তের সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম পিবিআই এর তদন্ত এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায় নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি