ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুরের পর ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল সব পদে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ডিন এবং প্রভাষক পদে প্রার্থী দিতে পারেনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহার ও যাচাই করার শেষ দিন ছিল। কেউ প্রত্যাহার না করায় নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছেন এ নির্বাচন কমিটির প্রধান কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৫১ ধারা অনুযায়ী শিক্ষকদের মধ্য হতে ফাইন্যান্স কমিটিতে একজন শিক্ষক নির্বাচিত হবেন। নীল দল থেকে এ পদে প্রার্থী হয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আর সাদা দল থেকে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি