ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভিকারুননিসার নির্বাচন বন্ধে আইনি নোটিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৩ অক্টোবর ২০২২

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চলতি বছর অভিভাবক প্রতিনিধি নির্বাচন এবং নির্বাচনী তফসিল ঘোষণা বন্ধ রাখতে আইনি নোটিস পাঠানো হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক তিন্না খুরশিদ জাহান নোটিসটি পাঠান। তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সরকারি ডাকযোগে এটি পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং স্কুলের অধ্যক্ষকে নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে।

আইনজীবী হুমায়ুন কবির জানান, তিন্না খুরশীদ জাহান তার ভাইয়ের মেয়ের অভিভাবক হিসেবে আদালতের মাধ্যমে মনোনীত হন। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিদ্ধান্ত জানিয়ে স্কুল কর্তৃপক্ষকে তিন্না খুরশিদ জাহান চিঠি লেখেন।

আইনি নোটিসে বলা হয়েছে, ২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তিন্না খুরশীদ জাহান অভিভাবক হিসেবে ফরম পূরণ করে জমা দেন। কিন্তু তার নাম অন্তর্ভুক্ত না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তিন্না খুরশীদ জাহান তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এ নোটিস পাঠিয়েছেন।

নোটিসে বলা হয়, যেহেতু তিন্না খুরশিদ জাহান আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীর অভিভাবক মনোনীত হয়েছেন, সেহেতু অবশ্যই তার ভোটার হওয়ার আইনগত অধিকার রয়েছে। তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করেছে, যা স্পষ্ট আদালত অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ।

অবিলম্বে তিন্না খুরশিদ জাহানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুরোধ করা হয়েছে এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি