ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেডকম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সরোজ মেহেদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১০ নভেম্বর ২০২২

সরোজ মেহেদী

সরোজ মেহেদী

অষ্টম ওয়ার্ল্ড কনফারেন্স অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (মেডকম-২০২৩)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও সাহিত্যিক সরোজ মেহেদী। 

বুধবার (৯ নভেম্বর) এক প্রাতিষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন দ্য ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব নলেজ ম্যানেজমেন্ট (টিআইআইকেএম)- এর ব্যবস্থাপনা পরিচালক ইসানকা পি. গমেজ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওই কনফারেন্সটি শুরু হবে ২০২৩ সালের সালের ১৬ মার্চ। এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া বিশেষজ্ঞরা। 

সরোজ মেহেদী বাংলাদেশসহ সারাবিশ্বে কনফারেন্স নিয়ে আয়োজিত কার্যক্রমে অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণেচ্ছু যে কেউ সরোজ মেহেদীর সঙ্গে কনফারেন্সে যোগদান করতে পারেন। তার সুপারিশে রয়েছে ফাণ্ডের সুবিধাও।

বর্তমানে গ্রিন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত সরোজ মেহেদী দেশ-বিদেশে নানা ধরনের সংগঠন ও সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক দাতব্য সংস্থা ‘দেয়ার ওয়ার্ল্ড’র গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর, নরওয়েভিত্তিক বিশ্বের অন্যতম বড় যুবা সংগঠন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন ত্রনদেইম (ইসফিত) -এর অ্যাম্বাসেডর, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কমনওয়েলথ ফিউচার ইয়ুথ সামিট-২০১৮’র নির্বাহী সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় কাজ করেন। 

জার্মানি থেকে ২০১৯ সালে তুর্কি ভাষায় লেখা মেহেদীর প্রথম বই ‘পলিটিক্যাল ইউজ অব মিডিয়া ইন সাউথ এশিয়া: বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া পারসপেকটিভ’ প্রকাশিত হয়েছে। 

তার বাংলায় লেখা ভ্রমণ ও মতামত ধর্মী বই ‘চেনা নগরে অচেনা সময়ে’ উৎস প্রকাশনী থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি বাংলা-ইংরেজি-তুর্কি ভাষায় একটি পকেট অভিধান লেখার কাজ সম্পন্ন করেছেন।

সরোজ মেহেদী ২০১৮ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তুর্কি ভাষা পাঠ দান করে আসছেন। 

একসময় সাংবাদিকতা করা মেহেদীর একটি জার্নাল প্রকাশনা রয়েছে। এছাড়া তিনি বেশকিছু আন্তর্জাতিক কনফারেন্সে পেপার উপস্থাপন করেছেন। জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, মালয়েশিয়া, ইউক্রেনসহ বেশ কিছু দেশে বিভিন্ন কনফারেন্সসহ প্রোগ্রামে যোগ দিয়েছেন। এছাড়াও তিনি ভ্রমণ করেছেন আরও বেশ কিছু দেশ।

২০১৮ সালে তুরস্ক সরকারের বৃত্তির আওতায় ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি