ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইবির চারুকলা ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ৩৬ শতাংশ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ১৫ নভেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বি’ ইউনিটের কলা অনুষদভুক্ত চারুকলা বিভাগে ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৩০টি আসনের বিপরীতে ৫৩৪ জন আবেদন করলেও উপস্থিত ছিলেন ১৯০ জন। যা মোট আবেদনকারীর প্রায় ৩৬ শতাংশ।

সোমবার (১৪ নভেম্বর) বিকালে পরীক্ষা শেষে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে এ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে, বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করানো হলেও চারুকলা ব্যবহারিক বিষয় হওয়ায় আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা রয়েছে।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, কোন প্রকার অসঙ্গতি ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি