ঢাকা কমার্স কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ সভাপতির শ্রদ্ধা
প্রকাশিত : ২৩:১৫, ২৯ নভেম্বর ২০২২ | আপডেট: ২৩:২৫, ২৯ নভেম্বর ২০২২
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকা কমার্স কলেজ কাম্পাস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর দুপুরে কলেজ শিক্ষকদের আমন্ত্রণে তিনি কলেজে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকা কমার্স কলেজে অধ্যয়নকালের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, 'ঢাকা কমার্স কলেজ আমার আবেগের জায়গা। কলেজের আইন-কানুন মানার যে চর্চা এখানে শুরু করেছিলাম সেটা আমার রাজনৈতিক জীবনেও প্রভাব ফেলেছে। তাই সব সময় বলি আমি একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছি।'
তিনি আরও বলেন, এইচএসসি পাশ করার পর নানান কারণে কলেজে আসা হয়নি। তবে আমি সব সময় খোঁজ খবর রাখি। এই কলেজের একজন শিক্ষার্থী ছিলাম এটা ভাবতে ভালো লাগছে। আপনারা যে ভালোবাসা দিলেন তা আমি আজীবন মনে রাখবো।'
এ সময় বিভিন্ন ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে তাঁকে অভিবাদন জানানো হয়। কলেজে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্নার ঘুরে দেখেন। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অধ্যাপক ড. আবু মাসুদ, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ওয়ালিউল্লাহ, সহযোগী অধ্যাপক আলী আজম, সহযোগী অধ্যাপক সায়মা ফারুকী, সহযোগী অধ্যাপক শামসাদ শাহজাহান, সহযোগী অধ্যাপক কামরুন নাহার লাকি, সহযোগী অধ্যাপক তন্ময় সরকার, সহকারী অধ্যাপক মশিউর রহমান, প্রফেসর ড. মিরাজ আলী আকন্দ, চেয়ারম্যান সিইসি বিভাগ, প্রফেসর ডঃ কাজী ফয়েজ আহম্মেদ ডিরেক্টর এমবিএ প্রোগ্রাম, নাঈম মোজাম্মেল, সহযোগী অধ্যাপক, চেয়ারম্যান বাংলা বিভাগ।
ছাত্রলীগ সভাপতির সঙ্গে তাঁর কলেজ জীবনের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা দেওয়ান রসি, একুশে টেলিভিশনের সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক এবং শাওন, ফয়সাল, উপল।
বিকেলে ছাত্রলীগ সভাপতি কলেজে আসার খবর শুনে কলেজ শিক্ষার্থী এবং স্থানিয় ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো কলেজ প্রাঙ্গণ।
কেআই//
আরও পড়ুন