ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

একসঙ্গে পরীক্ষা দিয়ে বাবা জিপিএ-৫, ছেলে এ গ্রেড (ভিডিও)

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ৩০ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:১১, ৩০ নভেম্বর ২০২২

এবারের এসএসসি পরীক্ষায় একসঙ্গে পাস করেছেন ময়মনসিংহের গৌরীপুরের বাবা-ছেলে। কারিগরি বোর্ড থেকে বাবা পেয়েছেন জিপিএ ফাইভ আর ছেলে এ গ্রেড। তাদের এমন ফলাফলে খুশি পরিবারসহ এলাকাবাসী।

অসুস্থ্যতার কারণে ৮ম শ্রেণি পাসের পর আর লেখাপড়া করতে পারেননি এখলাস উদ্দিন। এরপর সংসারের ঘানি টেনেই পার হয়ে যায় ৪৫টি বছর। 

তবে দমে যাননি এখলাস উদ্দিন। পড়ার টেবিল আর বই-খাতা বরাবরই টানতো তাকে। এবার তাই ছেলের সঙ্গে মাধ্যমিকে অংশ নেন। আসে সাফল্যও। কারিগরি বোর্ড থেকে অর্জন করেন জিপিএ ৫।

এখলাস উদ্দিন বলেন, “লেখাপড়া করতে হবে, সমাজের সব জায়গায় চেয়ার দেয়। লেখাপড়া না থাকলে কোনো দাম নাই।”

বাব-ছেলের এমন সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। 

পরিবারের সদস্যরা জানান, আমরা সবাই উৎসাহ দেই, এ কারণে আব্বু পরীক্ষা দেয় ভাইয়ের সঙ্গে। তাদের ফলাফলে আমরা খুবই খুশি।

তাদের দেখতে আর সাধুবাদ জানাতে আসছেন অনেকেই। 

তারা জানান, এ খবর শোনার পর আমাদের খুব আনন্দ লাগছে। তাদের ফলাফলে এলাকাবাসী খুশি। বাপ-ছেলেকে দেখার জন্য দূর-দূরান্ত অনেক মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে। 
 
স্থানীয় জনপ্রতিনিধির মতে এখলাস উদ্দিন অন্যদের কাছে দৃষ্টান্ত।

ইচ্ছা শক্তির কাছে বয়স যে কোন বাঁধা নয় তা আবারও প্রমাণ করলেন এখলাস উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি