ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কুবি শিক্ষার্থী সবুজের অকাল মৃত্যু 

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ১ ডিসেম্বর ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা ঢাকায় এক আত্মীয়ের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন সবুজ।

তার বাবা আনোয়ার হোসেন বলেন, সবুজ করোনা আক্রান্ত হওয়ার তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। এদেশে অনেক চিকিৎসা করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দু’সপ্তাহ আগে তাকে ভারতে পাঠাই। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আসে সবুজ। ওঠে এক আত্মীয়ের বাসায়। ভাত খেয়ে ঘুমাতে গেলে রাত সাড়ে ১১টায় বমি শুরু হয় তার। এর কিছুক্ষণ পরেই সবুজ মারা যায়।

বুধবার সকাল ১০টায় ক্যান্টনমেন্ট ফরিজপুরে নাজমুল সবুজের প্রথম জানাজার নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পরে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে দুপুর দেড়টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি