ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১১ ডিসেম্বর ২০২২

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লটারি আগামীকাল সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। 

অন্যদিকে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়)’র লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এবছরও ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি