ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রিপল হিলেক্স অ্যাপরোস বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৩ ডিসেম্বর ২০২২

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ট্রিপল হিলেক্স অ্যাপরোস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ ডিসেম্বর) এ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। কর্মশালাটির আয়োজনে রয়েছে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়, ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্ন ও ডেনমার্ক দূতাবাস এর যৌথ উদ্যোগে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্ন-এর ডিস্টিংগুয়েস্ট প্রফেসর ড. ইয়ান ভ্যাং, প্রফেসর ড. পিটার হাসলে, আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ।

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশ অনেক এগিয়ে গেছে। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করবে। দক্ষ মানব সম্পদ তৈরি করতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। 

ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্ন-এর  ডিস্টিংগুয়েস্ট প্রফেসর ড. ইয়ান ভ্যাং বলেন, টেকসই উন্নয়ন অর্জনের জন্য বাংলাদেশের সাথে যৌথভাবে আমরা কাজ করছি। দেশের টেকসই উন্নয়নের জন্য সবার সহযোগিতা দরকার। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ, ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্ন-এর প্রফেসর ড. পিটার হাসলে। 

এ সময় উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, রেজিস্টার ড. মো. মোশারফ হোসেন, অফিস প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষকরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি