ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪৫তম বিসিএসে আবেদনের শেষ দিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৩১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ শনিবার (৩১ ডিসেম্বর)। গত ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন বিসিএস প্রত্যাশীরা। এই বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ জন নন-ক্যাডারে নিয়োগ পাবেন।

গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

এবার সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ ও কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি