ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবিতে শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড গঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৫ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গঠিত হলো শেখ কামাল-সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড। 

বৃহস্পতিবার সকালে চেক হস্তান্তরের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও পুত্রবধূ সুলতানা কামাল দুজনেই সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। 

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই ফান্ড গঠন করা হলো। 

যেখানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়ার পাশাপাশি শেখ কামাল ও সুলতানা কামালের মতো ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানকেও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। 

ঢাবি উপচার্য বলেন, সাধারণত ট্রাস্ট ফান্ড গঠনের অনুষ্ঠান ছোট পরিসরে অনুষ্ঠিত হয়। কিন্তু আজকে বিশেষ মূল্যবোধ সম্পন্ন মানুষের নামে ফান্ড গঠিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, শেখ কামাল একাধারে ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের উচ্চপদস্থ সৈনিক ছিলেন এবং নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তার সহধর্মিণী সুলতানা কামাল‌ও ছিলেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ।

শেখ কামাল ও সুলতানা কামাল ট্রাস্ট ফান্ড মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেবে। তা হলো ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে যেসব শিক্ষার্থীরা অবদান রাখবে তাদের স্বীকৃতি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেখ কামালের চাচা শেখ কবির হোসেন ও সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটো প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি