ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে স্নাতকে ভর্তির চূড়ান্ত তারিখ ঘোষণা

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ’র প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি কার্যক্রম আজ ১২ জানুয়ারি শুরু হয়ে চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। 

বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টায়  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ভর্তি ফিস জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে৷ 

বিজ্ঞান অনুষদ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ৭ হাজার ৪শ’ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ৫ হাজার ৪শ’ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইন্সটিটিউটসমূহের জন্য (বিশেষায়িত ৪টি বিভাগ বাদে) ৫ হাজার ৪শ’ টাকা জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের https://admission.jnu.ac.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফিস জমা দিতে হবে।

সব বিভাগের ক্ষেত্রে প্রাথমিক ভর্তি ফিস ৫ হাজার টাকা।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে৷

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি