ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সহজে জার্মান ভাষা শিখবেন কীভাবে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১২:৪৩, ১৫ জানুয়ারি ২০২৩

উচ্চশিক্ষার জন্য অনেকেই বেছে নিচ্ছেন ইউরোপের দেশ জার্মানি। কিন্তু এই দেশটিতে জার্মান ভাষা না শিখে যাওয়া বোকামি। তাই যারা জার্মান যাওয়ার চেষ্টা করছেন, তারা প্রথমেই এই ভাষার প্রথমিক দক্ষতা অর্জন করুন। 

জার্মান ভাষা শিখতে গেলে সহজ সমাধান হল, আপনাকে যেতে হবে রাজধানীর গোয়েথ ইন্সটিটিউটে। সেখানে ভাষা শেখার কোর্স করতে পারবেন এবং সে অনুযায়ী পরীক্ষা দিয়ে আপনার জার্মান ভাষা দক্ষতা যাচাইও করতে পারবেন। কিন্তু এই প্রতিষ্ঠানে না গেলে কি আপনি জার্মান ভাষা শিখতে পারবেন না? বিষয়টি মোটেও তেমন নয়। 

আপনি চাইলে ঘরে বসেও জার্মান ভাষা শিখতে পারেন।এজন্য প্রথমে আপনাকে খাতা-কলম নিয়ে প্রস্তুত হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি এই ভাষা শেখার জন্য দিনে একটি নির্দিষ্ট সময় ব্যয় করবেন নিয়মিতভাবে। 

এছাড়া আপনি কোন পর্যায়ের জার্মান ভাষা শিখতে চান সেটিও ঠিক করে ফেলুন। এক্ষেত্রে নূন্যতম কাজ চলার মত ভাষা শেখার ধাপকে A1 এবং এর পরের  ধাপকে A2 বলে। একইভাবে ধীরে ধীরেন B1, b2, C1, C2 এই কয়েকটি ধাপে বিভক্ত। 

তবে জার্মানি যাওয়ার আগে A1 পর্যায়ের শিক্ষা নিয়ে গেলেই যথেষ্ট। পরের ধাপগুলো অতিক্রম করলে আরও ভালো। 

ঘরে বসে জার্মান ভাষা শেখার জন্য প্রথমে আপনার ফোনের প্লে স্টোর থেকে Doulingo অ্যাপ্সটি ইন্সটল করে নিন।  

এরপর সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নিন। এরপর অ্যাপ্সই বলে দিবে আপনাকে কী করতে হবে। 

যারা ইংরেজি একটু কম বোঝেন বা জার্মান ভাষাটি বাংলায় শিখতে চান তারা ইন্সটল করুন German Learning App From Bangla অ্যাপ্সটি। 
এই দুটি অ্যাপ্সে দিনে ২০ মিনিট থেকে আধা ঘণ্টা সময় ব্যয় করলে জার্মান ভাষা অনেকটাই আয়ত্ত করা সম্ভব। এক্ষেত্রে মনে রাখতে হবে জার্মান ভাষার সাথে ইংরেজি ভাষার অনেকটা মিল রয়েছে। তাই যারা ইংরেজিতে দক্ষ তদের জন্য জার্মান শেখা তুলনামূলক সহজ হবে। 

আর যেকোনো ভাষা শেখার ক্ষেত্রেই চর্চাটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য জার্মান ভষা সম্পর্কিত ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন। যারা এই ভাষা শিখছেন তাদের সাথে জার্মান ভাষায় কথোপকথন চালিয়ে যেতে পারেন। এতে দ্রুত শিখতে পারবেন। 

এছাড়া গোয়েথ ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছু প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যেখানে টাকার বিনিময়ে জার্মান ভাষা শিখতে পারেন। 

যেভাবেই হোক আপনি হয়তো জার্মান শিখে গেলেন, তবে আপনি কতটুকু শিখলেন তা যাচাই করার জন্য গোয়েথ ইন্সটিটিউটে গিয়ে একটি নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে পরীক্ষা দিতে পারবেন। বাংলাদেশে একমাত্র গোয়েথে ইন্সটিটিউট থেকেই এই সার্টিফিকেট মেলে।

গোয়েথ ইন্সটিটিউটে যোগাযোগের ঠিকানা:
বাসা নম্বর: ১৬
শুক্রাবাদ, পান্থপথ
ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৭
টেলিফোন: +৮৮০ ১৭৪১৯০২৯৪৩
Info-dhaka@goethe.de 
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি