ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে ‘পাবলিক স্পিকিং এন্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা 

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৩৪, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আয়োজনে পাবলিক স্পিকিং এন্ড ডিবেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১নং রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আহ্বায়ক অমিত দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনিন্দ্য রহমান। এসময় বির্তকের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

ক্লাবের সদস্য সচিব মো. হাবিবুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, সহকারী অধ্যাপক হাসেনা বেগম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম। 

এ সময় বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি