ঢাকা কমার্স কলেজে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত : ২২:৫৭, ৩০ জানুয়ারি ২০২৩
ঢাকা কমার্স কলেজে ৩১তম বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কমার্স কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা প্রথম অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ট্রাস্ট চেয়ারম্যান মো. শামসুল হুদা এফসিএ। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। স্বাগত ভাষণ দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বাদল ও অ্যাডভোকেট ফরিদা আক্তার সেতু, শিক্ষক পরিষদ সচিব এস এম আলী আজম, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক শামা আহমাদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. শামসুল হুদা এফসিএ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী আদিবা আজম মাটি, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (ছাত্র) একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম আতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (ছাত্রী) একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তারিন।
সবশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা।
কেআই//
আরও পড়ুন