ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পিঠা উৎসবে মতোয়ারা কুবির ক্যাম্পাস

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৩১ জানুয়ারি ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে হরেক রকমের পিঠাপুলি নিয়ে আয়োজন করা হয় পিঠা উৎসবের। 

সোমবার (৩০ জানুয়ারি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় এই পিঠা উৎসব চলে দিনব্যাপী।

মোট ছয়টি স্টলে পাটিসাপটা, পানতুয়া, ভাপাপিঠা, ফুলিপিঠা, সুজির ভরাসহ বিক্রি করা হয় হরেক রকমের পিঠা। 

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান মোসা. শামসুন্নাহার, অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ ও ড. মাসুদা কামালসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, স্বল্প সময়ে সকলের প্রচেষ্টায় আমরা প্রাণবন্ত একটি পিঠা উৎসব আয়োজন করতে পেরেছি। এই উৎসব আয়োজনে যারা পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। 

এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি