জবি শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের উদ্বোধন
প্রকাশিত : ২০:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে 'আমাদের পর্দায় আমাদের ছবি' শিরোনামে শিক্ষার্থীদের নির্মিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রদর্শনী উৎসব আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলয় দেবের সঞ্চালনায় চলচ্চিত্র প্রদর্শনী উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এবং জবি চলচ্চিত্র সংসদের এলামনাইবৃন্দ।
উল্লেখ্য, এই ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ পুরস্কারপ্রাপ্ত হয়েছিল। এর মধ্যে রানার্সআপ হয়েছিল ‘কৃষ্ণপক্ষ’।
কেআই//
আরও পড়ুন