হাবিপ্রবিতে ১১তম ধাপের মেধাতালিকা প্রকাশ, ভর্তি বুধবার
প্রকাশিত : ০৮:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৩
১০ম ধাপে শিক্ষার্থী ভর্তির পর দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এখনও ১২টি আসন ফাঁকা রয়েছে। সেই আসনগুলোতে আগামী ৮ ফেব্রুয়ারি ১১তম ধাপে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এসব ফাঁকা আসনের মধ্যে গণিত বিভাগে ৪টি, সামাজবিজ্ঞান বিভাগে ৩টি, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪টি এবং ম্যানেজমেন্ট বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন ফাঁকা রয়েছে।
ফাঁকা ১২টি আসনে শিক্ষার্থী ভর্তির জন্য মেধাতালিকাসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছুদের আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি নিচতলায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট বুথে উপস্থাপন করতে হবে। শুধুমাত্র উপস্থিত প্রার্থীরাই ভর্তির জন্য বিবেচিত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না।
নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্টিং সম্পন্নকারী প্রার্থীদের মধ্যে থেকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য প্রথম ধাপের ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের তালিকা উক্ত দিনই দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নির্বাচিতদের দুপুর ২টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুযোগপ্রাপ্ত হয়ে দুপুর ২টার মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন না করলে আসনটি শূন্য বলে বিবেচিত হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে এবং সুযোগপ্রাপ্তদের বিকাল ৪টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় ধাপে ভর্তির জন্য সুযোগপ্রাপ্ত হয়ে বিকাল ৪টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে আসনটি শূন্য বলে বিবেচিত হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে বিকাল ৪টা ৩০ মিনিটে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে এবং সুযোগপ্রাপ্তদের সন্ধ্যা ৬টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, একই দিনে রিপোর্টিং ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে সেজন্য রিপোর্টকারী প্রার্থীদের তৃতীয় ধাপের ফলাফল না দেখা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে।
হাবিপ্রবিতে বর্তমানে ৮টি অনুষদের বিজ্ঞান অনুষদ ব্যতীত বাকি ৭টি অনুষদের পাঠদান শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ৭ ফেব্রুয়ারি। ওরিয়েন্টেশনের পর থেকেই বিজ্ঞান অনুষদের পাঠদান শুরু হবে হবে বলে জানা যায়।
এবছর হাবিপ্রবিতে মোট আসন সংখ্যা ১৫২৭টি।
এএইচ
আরও পড়ুন