ইবিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রকাশিত : ১৫:০২, ৭ মার্চ ২০২৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্তরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্তরে গিয়ে শেষ হয়।
এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইবি উপাচার্য। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।
এ সময়ে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত (যোহর ও আসরের নামাজের সময় ব্যতীত) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল প্রাঙ্গন এবং হলসমূহে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।
এএইচ
আরও পড়ুন