ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১১ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৫৬, ১১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইমনের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদ এবং সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কাগমারী-চারাবাড়ী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা, সিএনজি চালকের বিচার, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেট পর্যন্ত ফুটপাত স্থাপন এবং বিশ্ববিদ্যালয় দিঘি সংলগ্ন দোকান অপসারণের ৫ দফা দাবি জানায়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি তোমাদের দাবির সঙ্গে একমত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। এছাড়া সিএনজি চালকসহ দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য আইনের আশ্রয় নেওয়া হবে।

এছাড়া বক্তব্য রাখেন গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল ও হুমায়ন কবির।

উল্লেখ্য, গত বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে গণিত বিভাগের প্রথম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইমন সিএনজির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মস্তিস্ক রক্তক্ষরণের অপারেশন করানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি