ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১১ মার্চ ২০২৩ | আপডেট: ২৩:০৮, ১১ মার্চ ২০২৩

চট্টগ্রামের সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সমিতি ঢাকা'র উদ্যোগে করোনাকালীন ও সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে স্মরণসভা এবং কবি আসাদ মান্নানের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, রমনায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভেই প্রয়াতদের স্মরণে স্মরণসভা ও দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে ২০২১ সালে বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত হওয়ায় স্কুলের সাবেক কৃতি শিক্ষার্থী দেশ বরেণ্য কবি আসাদ মান্নানকে সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম এর সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য শামসুল কবির খান। 

এছাড়া আসাদ মান্নানের জীবন আলেখ্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এস এম যাহিদুল আলম সুমন। অনুষ্ঠান বক্তব্য রাখেন, মোশাররফ হোসেন খাদেম, মোহাম্মদ বোরহান উদ্দিন, কামাল পাশা, নুরুল আক্তার মিলাদ, আব্দুল হান্নান। 

এছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা নুরুল আক্তার, কর্ণেল দিদারুল আলম (বীরপ্রতীক), মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ডা. এনায়েত উল্লাহ খসরু।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী সফিকুল আলম ভুঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব মোশারফ হোসেন খাদেম, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আনোয়ারুল কবির, সংবর্ধিত অতিথি কবি আসাদ মানান, প্রিন্সিপ্যাল মনির আহমেদ, সাবেক সচিব ড. ফওজুল কবির খান, মোহাম্মদ আলমগীর, কাজী জিয়াউদ্দিন শওকি। 

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সাবেক সচিব কবি আসাদ মান্নান ২০২১ সালে বাংলা একাডেমির পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে এই সম্মাননা দেয়া হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীর সাবেক শিক্ষার্থীবৃন্দ। মধ্যাহ্নভোজনের পর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এসময়  সমিতির আগামী দুই বছরের জন্য নতুন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

সমিতির আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন প্রকৌশলী সফিকুল আলম ভুঁইয়া  এবং সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন এস এম যাহিদুল আলম সুমন। এছাড়া সহ-সভাপতি ড. এনায়েতু্লাহ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এফসিএ, অর্থ সম্পাদক হিসেবে এস এম শাহ আলম। 
 
কমিটিতে সদস্য যারা- ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, মোশাররফ হোসেন খাদেম, বোরহান উদ্দিন, আসাদ মানান, কামাল পাশা, মিজানুর রহমান, নুরুল আক্তার মিলাদ, ড. প্রশান্ত ব্যানার্জি, জান্নাতুল ফেরদৌস সুরমা, কাজী নাঈম উদ্দিন জাবেদ, আনোয়ারুল কবির মঞ্জু, জাকারিয়া, কাজী নাজিম উদ্দিন নাপে, সফিকুর রহমান, নাজিম উদ্দিন , তাজুল ইসলাম পাভেল , জিয়াউল হক রাজু।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি