ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চবির প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১২ মার্চ ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা ১৭ কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন।

রোববার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ। 

তিনি বলেন, প্রক্টর, সহকারী প্রক্টর ও আবাসিক হলের প্রভোস্টসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা ১৭ জন একযোগে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি