নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সাথে বিএসপিইউএ`র প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশিত : ১৮:৫৭, ১৩ মার্চ ২০২৩ | আপডেট: ১৮:৫৮, ১৩ মার্চ ২০২৩
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিবন্ধিত সংগঠন 'বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)' এর একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৩ মার্চ) বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসপিইউএ এর প্রধান উপদেষ্টা ও ইউজিসি'র মাননীয় সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী (ইউআইইউ); সহ-সভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. আখতার হোসাইন (সিইউবি); সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক ড. মো. মামুন হাবিব (আইউবি); সহ-সভাপতি অধ্যাপক ড. ইসরাত জাহান (এসইউবি); এবং সাধারণ সম্পাদক ড. নাহিন মামুন (এনএসইউ)।
বিএসপিইউএ নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতিকে (নির্বাচিত) ফুলেল শুভেচ্ছা জানান; তাদের সংগঠন, সাংগঠনিক কার্যক্রম ও উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের অবস্থান তুলে ধরেন।
তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উচ্চশিক্ষা ও গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা যথাযথ নীতিমালার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করার ব্যাপারে মহামান্যের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু থাকলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা কার্যক্রম অনেক বেড়ে যাবে। প্রতিনিধি দল মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষা কার্যক্রমের মনিটরিং ও সুপারভাইজিং এর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিতে শিক্ষক প্রতিনিধি তথা ইউজিসি সদস্য বাড়ানো আবশ্যক। মহামান্য রাষ্ট্রপতি (নির্বাচিত) মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং তাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বিএসপিইউএ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ অনেক সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে (নির্বাচিত) আন্তরিক কৃতজ্ঞতা জানান।
কেআই//
আরও পড়ুন