ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপ্তি

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ১৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:০২, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩’র সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসয়েশন্স (আইইউমুনা) ক্লাব। 

এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল- "Break the chains to freedom"।

রোববার (১৮ মার্চ) শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০নং কক্ষে চারদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আইইউমুনার সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে ও আরোশি আখি ও কাজী সুরাইয়া ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আইউমুনার ট্রাস্টি মেম্বার হাসান ইয়াহিয়া ও মো: সবুজ হোসাইন উপস্থিত ছিলেন। 

চারদিনব্যাপী এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল এগ্রো সায়েন্স ও কুষ্টিয়ার মেহেরজান রেস্টুরেন্ট।

প্রসঙ্গত, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইইউমুনা’র প্রায় দুই শতাধিক ডেলিগেট (কনফারেন্স সদস্য) অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, আমাদের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা কনফারেন্স করার। আমরা চাই, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকুক এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি