ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বিএসপিইউএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিবন্ধিত সংগঠন 'বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)' এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৩ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসপিইউএ এর প্রেসিডেন্ট ও ইউআইইউ এর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. আখতার হোসাইন (সিইউবি); সহ-সভাপতি (গবেষণা ও উদ্ভাবন) অধ্যাপক ড. মোঃ মামুন হাবিব (আইউবি); অর্থ সম্পাদক ড. জুলফিকার হাসান (বিআইইউ); প্রশিক্ষণ সম্পাদক ড. ফারহানা ফেরদৌসী (এসইইউ); ইসি সদস্য রিয়াজ হাফিজ (ইডাব্লিউইউ) এবং বিএসপিইউএ এর প্রতিষ্ঠাতা সদস্য ড. হুমায়রা ফেরদৌস। 

বিএসপিইউএ নেতৃবৃন্দ মাননীয় শিক্ষা উপমন্ত্রীর কাছে উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন দিক অবস্থান তুলে ধরেন। তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিনিধি দল মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রমের মনিটরিং ও সুপারভাইজিং এর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিতে শিক্ষক প্রতিনিধি তথা ইউজিসি সদস্য বাড়ানো আবশ্যক। 

শিক্ষা উপমন্ত্রী মনোযোগ দিয়ে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং শিক্ষক সমাজের উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি