ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে শাকিল-জুয়েল

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:২৭, ১ এপ্রিল ২০২৩

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ফিশারিজ অনুষদের ১৮ ব্যাচের মোঃ শাকিল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান ১৯ ব্যাচের মোঃ জুয়েল ইসলাম। 
 
শুক্রবার (৩১ মার্চ) হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ (প্রধান উপদেষ্টা), প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডসের) পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রভাষক মো. আশরাফুল আলম।

বায়ান্ন সদস্য বিশিষ্ট নতুন কমিটির সহ-সভাপতি মোঃ তারেক, নুরজাহান আক্তার, ফারিয়া সুলতানা, মোছাঃ নাহার রামা, শরিফ ফকির। যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম নাফিস, মোঃ মনিরুজ্জান। সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক  ইশরাতুন জাহান লিজা, শিক্ষা সম্পাদক মোছাঃ রোকেয়া আক্তার জুলি, অর্থ সম্পাদক রিমা খাতুন, অফিস সম্পাদক মোছাঃ আনিকা তাহসিন আশা, প্রচার সম্পাদক মোহাইমিনুল হক সিফাত এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার সাজ্জাদ আহমেদ পান্থ নির্বাচিত হয়েছেন।

বাকিরা বিভিন্ন সহ-সম্পাদক পদে এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন। 
 
সংগঠনটি অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার, দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করে থাকে।

হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির (সদ্য বিদায়ী) সভাপতি মো. মিরাজুল আল মিশকাত বলেন, “ক্লাবটি ২০১৭ সাল থেকে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার সমৃদ্ধশালী করণে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। আমরা ক্যারিয়ার আলাপনের পঞ্চম পর্ব সফলভাবে আয়োজন করেছি। এছাড়াও ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতার পাশাপাশি প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ও ইংরেজি লার্নিং সেশন পরিচালিত হয়েছে। এর পাশাপাশি ক্লাবের সদস্যদের একাডেমিক ফলাফলের উপর প্রথমবার ‘মেধা পুরষ্কার’ প্রদান করা হয়। আশা করি, নতুন কমিটি ক্যারিয়ার ক্লাবকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

নতুন দায়িত্ব গ্রহণের পর পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. নাজমুল শাকিল বলেন, “শুরুতেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি, নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। সকলকে সাথে নিয়ে চেষ্টা করবো সাংগঠনিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার। এ জন্য ক্লাবের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রাক্তন সদস্যবৃন্দ এবং বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দের  সহায়তায় আমরা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবো। ”

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল ইসলাম বলেন, “একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি মুক্ত পরিবেশ পায়। যার ফলে অগণিত শিক্ষাথী ক্যারিয়ারের দিকে ফোকাস না করে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়। ফলাফল স্বরূপ চূড়ান্ত সাফল্য পেতে বেগ পেতে হয়।  তাই অতীতে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব একাডেমিক  ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । বরাবরের মতো এবারও আমরা হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এ কাজে সকলের সহযোগিতা আশা করছি।”

উল্লেখ্য যে, ২০১৭ সালে কে. বি. এম মহিউদ্দিন নুর  ও মাহামুদুল হাসান রুমনের হাত ধরে হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির সকল কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি