ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৩০ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:৪১, ৩০ এপ্রিল ২০২৩

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে এবং ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার প্রথম পরীক্ষার দিন রাজধানীর বাড্ডা হাই স্কুল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন,  ”প্রতি বছর পাবলিক পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটছে। যাদের মাধ্যমে এসব হচ্ছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। সে কারণে এবার প্রশ্ন বিতরণে ভুল-ভ্রান্তি হওয়ার সুযোগ কম।” এছাড়াও এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের সুযোগ নেই বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। করোনা মহামারির পরবর্তী দুই বছর পর এবার পূর্ণ সিলেবাসে শতভাগ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। করোনায় ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে শিক্ষার স্বাভাবিক পরিবেশে আমরা ফিরতে সক্ষম হচ্ছি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি