ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

রাবিপ্রবিতে গুচ্ছ পরীক্ষায় উপস্থিতি ৯৮ শতাংশ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ২০ মে ২০২৩

সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রথম দিনের ”বি” ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা। মোট ৯টি কেন্দ্রে অনুষ্টিত হওয়া আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৮৮৫৫। উপস্থিত সংখ্যা ৮৬৮২। অনুপস্থিতির হার: ১.৯৫%।

উপস্থিতির হার: ৯৮.০৫% পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে যান রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সেলিনা আখতার। এই সময় তিনি পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি স্থানীয় প্রশাসন, খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের (এম পি), আইনশৃঙ্খলা বাহিনী,রাবিপ্রবি ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী সাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন ” পাহাড়ের এই বিশ্ববিদ্যালয় আজ যেন পর্যটকের মতোই সবাইকে আপন করে নিয়েছিলো। সবার আন্তরিক প্রচেষ্টা ও সম্প্রীতির ভালোবাসার কারণে আজকের এই পরীক্ষা সুন্দর ভাবে সু-সম্পন্ন হয়েছে”।

প্রথমদিনের ভর্তি পরীক্ষায় কোন অপ্রতিকার ঘটনা ঘটেনি,বরং সবার আন্তরিক প্রচেষ্টায় সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে মনে করেন রাবিপ্রবিয়ানরা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি