ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সাব-ইন্সপেক্টরের পরীক্ষা দিতে গিয়ে না ফেরার দেশে ফারিজুল

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:২৩, ৮ জুন ২০২৩ | আপডেট: ০৯:২৬, ৮ জুন ২০২৩

রংপুরে পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের শারীরিক পরীক্ষার ১৬০০ মিটার দৌড়ে অসুস্থ হয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারিজুল ইসলামের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল ১১টায় তিনি অসুস্থ হওয়ার পর রাত ৮টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই নিয়োগের ১৬০০ মিটার দৌড় শেষে অসুস্থবোধ করায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থার আরও অবনতি হলে রংপুর মেডিকেলে নেওয়া হয়। বিকালে জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফারিজুলের বন্ধু মো. মনজুরুল ইসলাম বলেন, ফারিজুলের পরীক্ষা হয় রংপুরের সরকারি কলেজের পাশে স্টেডিয়ামে। সেখানে তীব্র তাপদাহে গাছপালা কম থাকায় ফারিজুল অসুস্থ হয়ে পরে। হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে তার মৃত্যু হয়।

ফারিজুল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের (২০১৩-১৪) সাবেক শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার পাগলারহাট নামক গ্রামে। এর আগে তিনি গত জানুয়ারিতে সহকারি শিক্ষক পদে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

ফারিজুল ইসলাম তার পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। তার বাবা পেশায় কৃষক এবং মা গৃহিণী। ফারিজুল ইসলাম বিসিএস (৪৩তম প্রিলি. উত্তীর্ণ)সহ পুলিশের সার্জেন্ট ও ব্যাংকের পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। এর আগে গতবছর হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে মাস্টার্স শেষ করেন তিনি।

ফারিজুলের এমন মৃত্যুতে শোক জানিয়েছে হাবিপ্রবি প্রশাসনসহ পরিসংখ্যান বিভাগ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো হাবিপ্রবি জুড়ে। সাধারণ শিক্ষার্থীরা তীব্র দাবদাহে এই ধরনের পরীক্ষা নেয়ায় ক্ষোভ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ শোক প্রকাশ করে জানান, ফারিজুলের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি