ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের জন্য সব কিছু করতে পারে: ওয়েবিনারে বক্তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২১ জুন ২০২৩ | আপডেট: ১৮:১৯, ২১ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক মানব উন্নয়নের পাশাপাশি দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। এর ফলে ডিজিটাইজড ডিভাইস এবং পরিষেবাগুলিরও ক্রমবর্ধমান প্রসার ঘটছে৷

আইওটি, এ-ওয়ান, ব্লকচেইন, ড্রোনস আর চ্যাট জিপিটি নিয়ে এক ওয়েবিনারে বক্তারা একথা বলেন। ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব সোমবার ওয়েবিনারটির আয়োজন করে।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি ডিজিটাল রূপান্তর নেতৃত্ব। এটি উদীয়মান প্রযুক্তিগুলি ব্যবহার করে বিভিন্ন সেক্টরে তৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা সুবিধা দিতে পারে। ডিজিটাল প্রযুক্তিগুলি আমাদের পরিবেশে একটি প্রধান ভূমিকা পালন করে এবং আমাদের জন্য সবকিছু করতে পারে৷

ওয়েবিনারে মেক্সিকোর ইনস্টিটিউটো টেকনোলজিকো জোসে মারিও মোলিনার স্নাতকোত্তর এবং গবেষণা বিভাগের প্রফেসর ড. জোসে জি ভার্গাস-হার্নান্দেজ প্রধান অতিথি ছিলেন।

এছাড়াও আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী, নিউ দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ড. রিংকু শর্মা দীক্ষিত।

অন্যদের মধ্যে আলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টেকনো মেইন সল্টলেকের সহকারী অধ্যাপক ড. শামীমা হক, যুক্তরাজ্যের লন্ডন গ্র্যাজুয়েট কলেজের প্রভাষক ড. তাসনিম সাকিফ।

এছাড়াও ওয়েবিনারে অংশগ্রহণ করেন ড. সারা তাসনিম, রেহানা পারভিন, শামীম আহমেদ, নওয়াজিশ মুহাম্মদ আলী, জাকিয়া সুলতানা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি