ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কিশোরগ্যাংয়ের হামলায় নোবিপ্রবি’র ৩ শিক্ষার্থী আহত

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০, ২৩ জুলাই ২০২৩

নোয়াখালীর মাইজদীতে স্থানীয় কিশোরগ্যাংয়ের হামলায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)র তিনজন  শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ৮টায় মাইজদী বালুরমাঠ এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সময় স্থানীয় কিশোরগ্যাং সদস্যদের হামলার শিকার হন নোবিপ্রবির ২০২১-২২ সেশনের তিন শিক্ষার্থী।

ভুক্তভোগী তিন শিক্ষার্থীর অভিযোগ, মাইজদী বালুরমাঠ এলাকায় বন্ধু নিয়ে আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১৫-১৭ বছর বয়সের এক স্থানীয় কিশোরগ্যাং সদস্য একজন শিক্ষার্থীর উপর চড়াও হয়ে ফোন ছিনতাই করার চেষ্টা করে। এসময়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা দুই বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করলে আরও ১০-১৫ জন কিশোরগ্যাং সদস্য এসে তিন শিক্ষার্থীকে মারধর করে। 

হামলাকারীদের অধিকাংশের বয়স ১৫-১৭ বছরে মধ্যে বলে জানান ভুক্তভোগী তিন শিক্ষার্থী।

এ বিষয়ে নোবিপ্রবির (ভারপ্রাপ্ত) প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীরা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করুক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।

রিপোর্ট লেখার সময় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে স্থানীয় সুধারাম থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি