ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ক্যালেন্ড-স্কোবল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৮ আগস্ট ২০২৩ | আপডেট: ১৮:৩৫, ৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এডুকেশনাল লিডার স্টিভ ক্যালেন্ড-স্কোবল। ক্যালেন্ড-স্কোবল পরিচালক পদে তার ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে পাওয়া শিক্ষাদানের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটাবেন। তিনি এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আইএসডি’তে যোগ দিচ্ছেন, যে সময় মর্যাদাপূর্ণ এই স্কুলটি ক্যাম্পাসের সুবিধা সম্প্রসারণে বিনিয়োগ করছে ও দেশের শিক্ষাঙ্গনে ক্রীড়া অংশীদারিত্বের মতো অভিনব বিষয়গুলো অন্তর্ভূক্ত করছে।

শেখার ক্ষেত্রে বৈচিত্র্য নিশ্চিতে ও শিক্ষার্থীদের উন্নতিতে আইএসডি’র নতুন পরিচালক শিক্ষার্থীদের শিক্ষা ও শিক্ষাদানের কেন্দ্রে রাখতে চান। 

এ প্রসঙ্গে স্টিভ বলেন, “বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নতুন শিক্ষা কৌশল গ্রহণের মধ্য দিয়ে ঢাকায় আন্তর্জাতিক শিক্ষার নতুন মাইলফলকের সূচনালগ্নে আইএসডি’তে যোগ দিতে পেরে আমি গর্বিত। এটা আমাদের শিক্ষার্থী, শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সবার জন্য নতুন সব সুযোগের দ্বার উন্মোচন করবে, যার মাধ্যমে তারা আমাদের আন্তর্জাতিক বিশ্বমানসম্পন্ন সব সুযোগ-সুবিধার সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন।” 

তিনি আরও বলেন, “এটি আমাদের সকলের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ, যারা আমাদের শিক্ষার্থীদের সামর্থ ও সম্ভাবনায় আস্থা রাখেন ও বিশ্বমানের অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সক্ষমতাকে আরও বৃদ্ধি করতে চান।” স্কুলটির বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে কার্নেগি মেলন ইউনিভার্সিটির বিশ্বসেরা রোবোটিকস প্রোগ্রামের সাথে অ্যাকাডেমিক অংশীদারিত্ব। পাশাপাশি, আইএসডি  বাংলাদেশে প্রথমবারের মতো বার্সেলোনা সকার ও রোহিত শর্মা ক্রিকেট অ্যাকাডেমির সাথে অংশীদারিত্ব নিশ্চিত করেছে।

ঢাকার প্রথম স্কুল হিসেবে ২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীর জন্য সারা বিশ্বে প্রখ্যাত ইন্টারন্যাশনাল ব্যাকলরিয়েটের (আইবি) সম্পূর্ণ কারিকুলাম নিয়ে যাত্রা শুরু করে আইএসডি। স্কুলটির শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশের  শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষা অর্জন করতে যাচ্ছে। 

এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এ বিষয়ে বলেন, “স্টিভের নিয়োগের মধ্য দিয়ে আইএসডি আরও একধাপ এগিয়ে গেলো। উন্নয়নের গুরুত্বপূর্ণ ও উচ্চাকাঙ্ক্ষী এই সময়ে স্কুলটির নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার নিষ্ঠা, যত্ন, আগ্রহ ও দক্ষতা যথোপযুক্তভাবে কাজে লাগবে।” 

যুক্তরাজ্যের বাসিন্দা ক্যালেন্ড-স্কোবল লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে জিওগ্রাফিতে স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল এডুকেশনে স্নাতকোত্তর ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে টিচিং কোয়ালিফিকেশন (পাঠদান যোগ্যতা) অর্জন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি