ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন ২০২৩ সিরিজের চারটি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৭ আগস্ট ২০২৩ | আপডেট: ১৮:৫৩, ১৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের শিক্ষার্থীদের জুন ২০২৩ সিরিজের ফল প্রকাশ করেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। গত ১৬ আগস্ট বুধবার ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ফল প্রকাশ করে। এর আগে ১০ আগস্ট ‘এএস’ এবং ‘এ’ লেভেলের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

এই বছর বিশ্বব্যাপী ৫ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান।  

এ বছর ১৪৭টি দেশের ৫ হাজার ৬০০টি স্কুলে থেকে রেকর্ড সংখ্যক ১৭ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন। যা গত বছরের থেকে ১১ শতাংশ বেশি। বিগত বছরগুলোতে করোনাভাইরাস মহামারী থাকা সত্ত্বেও বাংলাদেশের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনের পরবর্তী পদক্ষেপ নিতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছে। এ পথে তাদের একনিষ্ঠ সমর্থক হিসেবে কাজ করছে তাদের স্কুল, শিক্ষক ও পরিবার।
 
বাংলা, ইংরেজি এবং গণিত ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্যামব্রিজ আইজিসিএসই এবং ও লেভেলের বিষয়। এছাড়া এএস এবং এ লেভেলের জনপ্রিয় বিষয় ছিল পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত। 

জুন ২০২৩ সিরিজের ফলাফল প্রকাশের বিষয়ে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ বলেন, ”কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনের জন্য অভিনন্দন জানাই। আমাদের শিক্ষার্থীরা গত কয়েক বছর তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে কঠোর ধৈর্য্য ধারণ করেছে। যা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা আগামী দিনগুলোতে আসা সকল সুযোগ সঠিক ভাবে কাজে লাগাতে পারবে।’ ক্যামব্রিজ স্কুল এবং সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের রিজওনাল ডিরেক্টর মহেশ শ্রীবাস্তব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,  এ ফলাফলের  জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাদের পরিশ্রম, পরিবার এবং সমাজের পূর্ণ সমর্থন। ক্যামব্রিজ একাডেমিক  শ্রেষ্ঠত্বের প্রতিফলনের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্ষমতায়নে এটি কাজ করবে। আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গঠনে আত্মবিশ্বাসী করে তুলে সামনে থাকা সীমাহীন সুযোগগুলোকে কাজে লাগানোর পথ তৈরিতে সাহায্য করবো। ’  

অন্যান্য পরীক্ষার বোর্ডের মতো, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ধাপে ধাপে তাদের শিক্ষার মান ২০১৯ সাল বা করোনার আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এই বছরের পরীক্ষার মান ২০১৯ সালের মত নেওয়া হয়েছে এবং ফলাফলের মান নির্ধারণ করার সময় মহামারীর প্রভাব বিবেচনা করা হয়েছে। যার ফলে কোন শিক্ষার্থী মহামারীর আগে পরীক্ষায় দিয়ে যদি ‘এ’ গ্রেড পেত তাহলে এবারের পরীক্ষাতেও তার একই ফলাফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই ছিল। 

বাংলাদেশে ৮০টিরও বেশি স্কুল তাদের শিক্ষার্থীদের ক্যামব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে। শিক্ষার্থীদের জন্য ক্যামব্রিজ পাথওয়ে পাঠ্যক্রমে ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ ৭০টির বেশি এবং ‘ও’ লেভেলে ৪০টির বেশি বিষয় এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে ৫৫টির বেশি বিষয় রয়েছে।

এমএম// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি