ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইবির মার্কেটিং বিভাগের নতুন সভাপতি সাদিকুল আজাদ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১৯ আগস্ট ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ সাদিকুল আজাদ।

শনিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিকের সভাপতির মেয়াদ গত ১৭ আগস্টে শেষ হওয়ায় মার্কেটিং বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ সাদিকুল আজাদকে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৮ আগস্ট থেকে পরবর্তী তিন বছরের জন্য মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে নতুন সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ বলেন, মার্কেটিং বিভাগকে একটি ডায়নামিক ডিপার্টমেন্ট হিসেবে রূপান্তর করতে চাই। বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে বিভাগের ভিশন ও মিশন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো বলে প্রত্যাশা করছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি