ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাঈদীকে নিয়ে পোস্ট, জবি ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৮, ২১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (২০ আগস্ট) জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

তারা হলেন, চারুকলা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ১২ ব্যাচের শফিকুল ইসলাম আপন, বাংলা বিভাগের ১৪ ব্যাচের আফিয়া আক্তার, দর্শন বিভাগের ১৫ ব্যাচের হাসান ইসলাম সান, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহসভাপতি জারিফ তাজওয়ার ও  হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহীম ফরাজী বলেন, অব্যাহতিপ্রাপ্ত ৬ জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা পাওয়া গেছে। দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, তাদের অনেকের এতে সম্পৃক্ততা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি