ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চারদফা দাবিতে শেওড়াপাড়ায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৫ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:৪৭, ২৫ আগস্ট ২০২৩

সারাদেশের সরকারি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) কোর্সের শিক্ষার্থীদের পাশাপাশি স্বতন্ত্র বোর্ড গঠনসহ চারদফা দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে শেওড়াপাড়াস্থ "দি-ম্যাটস" মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৫ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

তাদের দাবিগুলো হল- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

চলমান চার দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানায় শিক্ষার্থীরা।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি