ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ট্রাক চাপায় হাবিপ্রবির ২ বিদেশী শিক্ষার্থী আহত

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৩

ট্রাক চাপায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) ২ নেপালী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। 

আহত ২ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের মকবুল আলম এবং ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে ১২টায় দিনাজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। শহর থেকে অটোতে করে আসছিলেন ওই শিক্ষার্থীরা। বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি ট্রাক অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অটোচালককে মৃত ঘোষণা করেন।

নিহত ইজিবাইক চালকের নাম একরামুল হক (৪২)। তিনি দিনাজপুর পৌরসভার রামনগর (গোবরাপাড়া) এলাকার নেহাজ উদ্দীনের ছেলে। 

দুর্ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সামনের রংপুর-দিনাজপুর মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন। এসময় তারা বাসের সিডিউল বাড়ানোর দাবি জানান। পরে থানা পুলিশ এসে তাদের সাথে আলোচনা করেন। এরপর তারা অবরোধ তুলে নেন। বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান এবং নিউরোসার্জনের পরামর্শ মতে, আহত নেপালী শিক্ষার্থী মকবুলের সিটি স্ক্যান করানোর পর তাকে আইসিইউতে নেওয়া হয়। অপর শিক্ষার্থী কপিল গাসীর মাথায় সেলাই দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আহত দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। আমাদের দুজন শিক্ষক হাসপাতালে আছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি