ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সহকারী জজ পরীক্ষায় দ্বিতীয় ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র রাগিব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থী রাগিব মোস্তফা নাঈম। 

গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রাগিব মোস্তফা নাঈম এলএলবি ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নিজের সাফল্যে ভীষণ খুশি। এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আইন বিভাগ ও ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিয়মিত অধ্যবসায় করলে কাংখিত ফল পাওয়া অসম্ভব কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। একই পরীক্ষায় এলএলবি ২৭তম ব্যাচের তাসলিমা ইসলাম ৮০তম স্থান অর্জন করেছেন।  
   
মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি