ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফের বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ১২ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:৫৬, ১২ অক্টোবর ২০২৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা চেয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সাহায্যে পরিবেশ শান্ত করা হয়। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেরমোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়,  সামাজ বিজ্ঞান বিভাগের সাকিব মঙ্গলবার এক স্থানীয়কে ক্যাম্পাসে বাইক আস্তে চালাতে বলেছিল। তখন তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় ছেলেটি তাকে ক্যাম্পাসে বাহিরে পেলে দেখে নিবে বলে হুমকি দেয়। সেই রেশ ধরে বুধবার পার্কেরমোড়ে সাকিবের সঙ্গে এই নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

ভুক্তভোগী সাকিব বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপদ নই। কিছুদিন পর পর স্থানীয়রা আমাদের উপর হামলা করে। শান্তশিষ্ট ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায়। বৃহস্পতিবার আমাদের বিশ্ববিদ্যালয় দিবস, সেটাকে বানচাল করাই তাদের উদ্দেশ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি দেখছি। খুব শীঘ্র ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিছু দিন পর পর স্থানীয়দের সংঘর্ষ হয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় না জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা কিছু আগেই মেস মালিক ও দোকান মালিকদের সাথে বসেছি। আমরা সব কিছু সমাধান করার চেষ্টা করছি।

গত ফেব্রুয়ারি মাসেও বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি