ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পরবর্তী মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত : শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৩ অক্টোবর ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে বড় মেগা প্রজেক্টগুলো শেষ হলে আগামীতে মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে’।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জেলার সকল সংবাদিকের অংশগ্রহণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের অনুদান দেওয়ার উদ্যোগ চালু করেছে। এটা অন্য কোনো সরকার করতে পারেনি’।

সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি