ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কপিরাইটিং নিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

গত ১৭ অক্টোবর নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ল্যাংগুয়েজ সেন্টার কর্তৃক কপিরাইটিংয়ের ওপর আয়োজন করা হয় দুঘন্টা ব্যাপী কর্মশালা৷ 

কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ের ফ্রি লিংগুইস্টিক্স সেন্টারের পরিচালক সামি হোসেন চিশতী। 

কর্মশালাকে কার্যকরী করে তুলতে অংশগ্রহণকে সীমিত রাখা হয়েছে বলে জানান সেন্টারের সিনিয়র সহযোগী সিরিল জেমস ব্যাপ্টিস্ট। তবে তিনি সেই সাথে জানান যে সকল বিভাগ থেকে শিক্ষার্থীদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সুযোগ করে দেয়া হয়েছে।

আলোচক সামি চিশতী বলেন, "কপিরাইটিং একটি লোভনীয় ক্যারিয়ার হতে পারে যেকোনো গ্র‍্যাজুয়েটের জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি ক্যারিয়ার স্কিলস নিয়েও কাজ হওয়া উচিৎ।" দুই ভলিউমের কর্মশালার প্রথম ভলিউমে তিনি কপিরাইটিংয়ের মৌলিক বিষয়বস্তু, ক্যারিয়ার সম্ভাবনা ও বিজ্ঞাপন বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের চর্চার সুযোগ করে দেন। 

অংশগ্রহণকারীদের একজন, ইংরেজিতে মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী, বুশরা মোর্শেদ বলেন, " স্যারের আলোচনার মাধ্যমে আমরা যেকোনো বিজ্ঞাপনের লিংগুইস্টিক বার্তা ও কোডেড-আইকনিক বার্তা সম্পর্কে জানতে পেরেছি যা আমাদের কপিরাইটিংয়ে অনেক সহায়ক হবে।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি কর্মশালার আলোচ্য বিষয়বস্তুর উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি