ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ইবিতে দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

 ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ২২ নভেম্বর ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেড়ে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে যা থেকে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্রিকেট ও ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতরে ক্রিকেট ফিল্ডার দাঁড়ানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। ঘটনার জেড়ে পরবর্তীতে কথা-কাটাকাটি রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এসময় ক্রিকেটারদের খেলার ব্যাট, স্ট্যাম্প ও বাঁশ নিয়ে মারামারিতে জড়ান উভয়পক্ষের খেলোয়াড়েরা। 

এরপর ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মাথা ফাটা, একজনের চোখে আঘাত পাওয়া এবং অপর একজনের হাত ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও এতে আহত হয় তূর্য, কবির, মেজবাহ, জিয়ন, রিয়াজ, মাফি, আবির, সাদি, ধ্রুব, সাজ্জাদ ও সাকিব নামের কয়েকজন শিক্ষার্থী।

ঘটনায় মারামারিতে মাথায় আঘাতপ্রাপ্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকি বলেন, তারা মাঠের বাইরে থেকে এসে আমাদের উপর হামলা করেছে। আমাদের বন্ধুদের মারতে শুরু করার পর আমরা ৭-৮ জন গিয়েছিলাম সমস্যা সমাধান করার জন্য। তখন আমাদের পেছন দিক থেকে অতর্কিতভাবে মারা শুরু করে। পরবর্তীতে  ওরা আবারও পরে বাঁশ নিয়ে আমাদের উপর হামলা করে। ওদের মধ্যে জিয়ন, কবির ছিল। তবে অনেক লোক থাকায় সবাইকে শনাক্ত করতে পারিনি।

অপরদিকে, আহত ফুটবল টিমের সদস্য ও ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির বলেন, প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন মাঠের অন্য পাশে দুর্জয় (মার্কেটিং ১৯-২০), হাফিজ, রিয়াজ, রিফাতসহ বেশ কয়েকজন ক্রিকেট খেলছিল। তাদের প্লেয়ার রাখাকে নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাফিজ স্ট্যাম্প নিয়ে আমাকে মারতে আসায় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং দুর্জয়ের নাকে আঘাত লাগে। কিছুক্ষণ পরে তারা আবারও তাদের হলের বন্ধুবান্ধবের সাথে স্ট্যাম্প ও লাঠি নিয়ে আমাদের টিমের গোলকিপার বিজনকে বেধড়ক মারধর করে। তখনই দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমিসহ বেশ কয়েকজন সহপাঠী আহত হয়।

ক্যাম্পাসের মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খুরশিদা জাহান জানান, চিকিৎসা নিতে আসা ৫ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনের মধ্যে চোখে আঘাতপ্রাপ্ত ২ জন এবং বুকে, পিঠে আঘাতপ্রাপ্ত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা মনে করছি যে এটি কোন রাজনৈতিক বা হল কেন্দ্রিক বা উস্কানিমূলক কোন ঘটনা নয়, নিতান্তই খেলাধুলাকে কেন্দ্র করে ঘটা বিচ্ছিন্ন একটি ঘটনা। প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিনে শিক্ষার্থীরা এমন আচরণে আমরা খুবই মর্মাহত। তাদের উচিত ছিল অনাকাঙ্ক্ষিত কিছু না করে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন করা। 

তিনি আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে আমরা যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত আছি, যদি লিখিত কোন অভিযোগ পাই। তবে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি