ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষা সফরে কলকাতায় ঢাকা স্কুল অব ইকোনমিক্সের ৭ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম অন এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্টে অংশ নিতে ভারতের কলকাতা ভ্রমণ করেন বাংলাদেশের সাত শিক্ষার্থী। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্সের ব্যাচেলর ও মাস্টার্সের শিক্ষার্থী। 

প্রোজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. সুব্রত চট্টোপাধ্যায়। 

একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে যেসব বিষয় জানা দরকার ও দৈনন্দিন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেসব বিষয়ে অধ্যাপক সপ্তপর্না ঘোষ, অধ্যাপক ড, সুব্রত চট্টোপাধ্যায়, অধ্যাপক বিকাশ মন্ডল, অধ্যাপক দীপক সাহা, অধ্যাপক দীবাকর রায় চৌধুরী ও প্রফেশনাল হিসেবে অভিজিৎ ঘোষ ও প্রাক্তন অধ্যাপক ড. মহুয়া দত্ত তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। 

এছাড়া বাংলাদেশ ভারত এর মধ্যে যৌথভাবে ব্যবসায়িক বাণিজ্য ও এর পরিধি ও কেস স্টাডি আলোচনা করা হয়। তাছাড়াও শিক্ষার্থীরা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত 'ইনকিউবেশন' পরিদর্শনের সুযোগ পায় ও সরাসরি প্রোজেক্ট কো-অর্ডিনেটরদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনেন।

শেষদিন সকল শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ফিল্ড ট্রিপের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা ২০২৩ ভ্রমণ করার মাধ্যমে শেষ হয় ৩ দিনের এই আয়োজন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি