ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

উদ্যোক্তা অর্থায়নে ওয়েবিনার করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ৬ ডিসেম্বর ২০২৩

উদ্যোক্তা অর্থায়নের ওপর ওয়েবিনার আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স। বুধবার (৬ ডিসেম্বর) অন্তর্জালে অনুষ্ঠিত হয় এই ওয়েবিনার। 

ওয়েবিনারে বক্তারা বর্তমান সরকার গৃহীত উদ্যোগ-অর্থায়ন বাস্তবায়ন সম্পর্কিত নানাবিধ দিক তুলে ধরেন। তারা ব্যাংকিং সেক্টরের পাশাপাশি এনজিও সমূহের গুরুত্ব আরোপ করেন। উদ্যোক্তা অর্থায়নের জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তারা।

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. ইয়োশোদা দূর্গা, প্রফেসর কৃপা এস গুপ্তা।

ড. ইয়োশোদা দূর্গা প্রারম্ভিক বক্তব্যে উদ্যোক্তা অর্থায়নে সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রফেসর কৃপা এস গুপ্তা বলেন, টেকসই উন্নয়নের জন্য উদ্যোক্তাদের উদার হতে হবে।

সভাপতির ভাষণে অর্থনীতিবিদ ও কম্পিউটার বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, বর্তমান সরকারের উদ্যোক্তা অর্থায়ন এবং কম্পিউটারের ডিজিটালাইজেশন প্রসেস অব্যাহত রাখতে সরকারকে আরেকবার নির্বাচিত হওয়া উচিত।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি