ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবসে আইএসডি’র বাংলা কবিতা রচনা প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দেশি-বিদেশি শিক্ষার্থীদের মাঝে আন্তর্জাতিক পাঠ্যক্রমনুসারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বাংলা কবিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

মিডল স্কুল বিভাগে নাজিফাহ তাসনিম তাবাসসুম তার ‘জন্মভূমি’ কবিতার জন্য বিজয়ী হয়েছেন এবং ওয়াফা জাহান শাকিরা তার ‘ভালোবাসার বাংলাদেশ’ কবিতার জন্য হাই স্কুল বিভাগে বিজয়ী হয়েছেন। স্কুলটির বাংলা বিভাগ আয়োজিত বিজয় দিবসের সমাবেশে তাদের পুরস্কৃত করা হয়।

২য় শ্রেনীর শিক্ষার্থীরা গানের সাথে ‘স্বাধীনতার সুখ’ কবিতা আবৃত্তি করে এই উদযাপনে যোগ দেয়। ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস তুলে ধরে ‘হৃদয় আমার বাংলাদেশ’ শিরোনামে একটি গীতনাট্য পরিবেশন করে। 

স্কুলটির বাংলা বিভাগের প্রধান ইশরাত জাহান বলেন, “এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি, আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে চাই।”

আইএসডি ডিরেক্টর স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্কুলের সবার সামনে নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পেয়েছে।” সমাবেশে স্কুলটির প্রাইমারি বিভাগের প্রিন্সিপাল ডেভিড লংওর্থ ও সেকেন্ডারি বিভাগের প্রিন্সিপাল ক্রিস বয়েলও বক্তব্য রাখেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি