ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সম্পাদক সাঈদ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ১৮ জানুয়ারি ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক একুশে টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৩টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ফলাফল ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৯ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি