ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ২৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:০১, ২৮ জানুয়ারি ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দীর্ঘদিন ধরে চলা নানা ধরনের সমস্যার কোনো সমাধান না করাসহ বিভিন্ন দাবিতে তিনটি হল ও প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ প্রশাসনে দায়িত্বে থাকা শিক্ষকরা।

শনিবার (২৭ জানুয়ারি) বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে দিনভর আলোচনা করে কোনো সমাধান না আসায় রাত সাড়ে আটটার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা।

এর আগে এদিন দুপুরে প্রথম শেখ রাসেল হলের গেটে তালা দেয় শিক্ষার্থীরা। এরপর বিকালে ও সন্ধ্যায় যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জননেতা আব্দুল মান্নান হলে তালা দেয় তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ রাসেল হলের ডাইনিং ও ইন্টারনেট চালু, ইলেকট্রনিক সমস্যার সমাধান, লোকবল বৃদ্ধি করা, মসজিদে মাইকের ব্যবস্থা ,সাইকেল-বাইক রাখার গ্যারেজের ব্যবস্থা, খেলার ব্যবস্থার জন্য তারা আন্দোলনে নেমেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দাবিগুলো হচ্ছে- ওয়াশরুম পরিষ্কার ও জুতা রাখার ব্যবস্থা করা, টোকেন সর্বজনীন করা, সাইকেল-বাইক রাখার গ্যারেজের ব্যবস্থা করা ও লোকবল বৃদ্ধি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. নূরুল ইসলাম জানান, শেখ রাসেল হলের ডাইনিং চালু না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে না। গ্যাসের সুবিধা না থাকায় ৫০০-৬০০ জন শিক্ষার্থীকে দুইবেলা খাওয়ানো অসম্ভব। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি